News71.com
 Bangladesh
 02 Jul 16, 02:08 PM
 406           
 0
 02 Jul 16, 02:08 PM

লোহাগড়ায় প্রবাসী কুপিয়ে হত্যা করলো ডাকাতদল

লোহাগড়ায় প্রবাসী কুপিয়ে হত্যা করলো ডাকাতদল

 

নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়া উপজেলায় এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতদল। নিহত ব্যক্তি হাফিজুর রহমান মুন্সি (৩৫) উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর মুন্সিপাড়া গ্রামের শামসুর রহমান মুন্সির ছেলে।

জানা গেছে, আজ শুক্রবার গভীর রাতে ৭/৮ জনের একদল ডাকাত প্রবাসী হাফিজুর রহমান মুন্সির বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় গৃহককর্তা হাফিজুর রহমান বাঁধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে ডাকাতদল।

পরিবারের সদস্যরা বলেন, ‘বাড়িতে ঘর নির্মাণকাজে গত বৃহস্পতিবার ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করা হয়। এদিন রাতেই বাড়িতে ডাকাত হানা দেয়।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘ডাকাতির ঘটনা, না অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেয়া হচ্ছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন