News71.com
 Bangladesh
 02 Jul 16, 01:50 PM
 377           
 0
 02 Jul 16, 01:50 PM

রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৬ নির্মাণ শ্রমিক ।।

রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৬ নির্মাণ শ্রমিক ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৬ নির্মাণ শ্রমিক। ঈদে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তারা । আজ সকালে অচেতন অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

রাজশাহীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রাতে ৬ নির্মাণ শ্রমিক ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই ট্রাকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তারা ।

অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছ থেকে টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। পরে রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। আজ সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন বলে জানান ওসি ।

জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলেই ধারণা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। অচেতন অবস্থায় ওই ৬ নির্মাণ শ্রমিক বর্তমানে রামেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন