News71.com
 Bangladesh
 02 Jul 16, 01:47 PM
 394           
 0
 02 Jul 16, 01:47 PM

ঋণের বোঝা সইতে না পেরে কবিরাজের 'আত্মহত্যা'।।

ঋণের বোঝা সইতে না পেরে কবিরাজের 'আত্মহত্যা'।।

 

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় ঋণের বোঝা সইতে না পেরে আব্দুস সালাম নামের ষাটোর্ধ্ব এক কাপড় ব্যবসায়ী ও কবিরাজ গলায় ফাঁস লাগিয়ে 'আত্মহত্যা' করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ১১টায় পৌর শহরের বারইগ্রামস্থ রেলওয়ে বস্তি এলাকায়।

স্থানীয় ব্যবসায়ী, থানা পুলিশসহ একাধিক সূত্র জানায়, বেশ কয়েক বছর ধরে বড়লেখায় কবিরাজির পাশাপাশি পৌর সুপার মার্কেটে কাপড় ও সুপারির ব্যবসা পরিচালনা করে আসছিলেন আব্দুস সালাম (৬৫)। প্রায় আড়াই বছর ধরে তিনি পৌর শহরের বারইগ্রাম এলাকা তথা রেলওয়ে বস্তি (সদর ইউপি কার্যালয়ের পেছনে) এলাকার স্কুলশিক্ষক জাহিদ আহমদ খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ব্যবসার সুবাদে তিনি কয়েক লাখ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়েন। কোনো উপায় না দেখে শুক্রবার রাতে বাসার টয়লেটের ওপরে বাঁশ বেঁধে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার গ্রামের বাড়ির বিষয়ে কেউ-ই কোনো তথ্য দিতে পারেনি। তবে তার গ্রামের বাড়ি শায়েস্তাগঞ্জ হবে একটি সূত্র জানিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বড়লেখা থানা পুলিশের এসআই মোর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন