News71.com
 Bangladesh
 02 Jul 16, 01:38 PM
 382           
 0
 02 Jul 16, 01:38 PM

নড়াইলে প্রকৌশলীকে কুপিয়ে জখম।।

নড়াইলে প্রকৌশলীকে কুপিয়ে জখম।।

নিউজ ডেস্কঃ নড়াইলে ওজোপাডিকো লিমিটেডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ শফিউল আলমকে (৫৭) পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। আহত প্রকৌশলী শেখ শফিউল আলমের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, শফিউল আলম গত রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে ডাকবাংলোয় ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গতিরোধ করে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রকৌশলীর উপর হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন