News71.com
 Bangladesh
 02 Jul 16, 12:09 PM
 384           
 0
 02 Jul 16, 12:09 PM

চার লেন দুই মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।।

চার লেন দুই মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।।

নিউজ ডেস্কঃ চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলক উন্মোচন করে এই ২ মহাসড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি ।

এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, নতুন এই ২ সড়কের ৪ লেন উদ্বোধন করায় মানুষ যানজট থেকে মুক্তি পাবেন। স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারবেন। ঈদ উপহার হিসেবে এ রাস্তা দেশের মানুষকে উৎসর্গ করলাম আমি। এ সময় অন্যদের মধ্যে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন