
নিউজ ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলায় এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে জখম করেছে দূর্বৃওরা। ভবসিন্ধু বর নামে পঞ্চাশোর্ধ ওই পুরোহিতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক । তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর প্রস্তুতি চলছিল।
সদর উপজেলায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর রাধাগোবিন্দ মন্দিরের এই পুরোহিতের বাড়ি ব্রহ্মরাজপুর গ্রামে হলেও মন্দিরের কুঠুরিতেই তিনি থাকতেন বলে জানা যায় পুলিশের কাছ থেকে।
আবার এদিকে, ঢাকার গুলশানের কূটনৈতিক পাড়ার এক ক্যাফেতে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলা ও জিম্মি সঙ্কটের মধ্যেই এই ঘটনা ঘটে।
শনিবার ভোররাত ৪টার দিকে ওই কুঠুরিতে ভবসিন্ধু বরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করার পর মৃত ভেবে ফেলে যায়।