
নিউজ ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন (গসিক) এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। কিন্তু এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ বলেছে আজ শনিবার সকাল ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় একটি ট্রাক চৌরাস্তাগামী একটি লেগুনাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ লেগুনার দুই যাত্রী নিহত হয়। লাশ দুইটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নাওজোর পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।