News71.com
 Bangladesh
 02 Jul 16, 03:30 AM
 705           
 0
 02 Jul 16, 03:30 AM

গুলশানে বিদেশি রেঁস্তোরায় জঙ্গী হানা, দুই পুলিশ কর্মকর্তা নিহত, আহত ২০ ।। হামলার দায় স্বীকার করল আইএস....

গুলশানে বিদেশি রেঁস্তোরায় জঙ্গী হানা, দুই পুলিশ কর্মকর্তা নিহত, আহত ২০ ।। হামলার দায় স্বীকার করল আইএস....

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ঢাকা মহানগর গোয়েনদা পুলিশের (ডিবি ) পুলিশের সহকারী কমিশনার রবিউলও মারা গেছেন। ইতিপুর্বে একই ঘটনায় এর আগে মৃত্যু হয় বনানী থানার ওসি সালাহ উদ্দীন খান লুই এর ।

এছাড়াও এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ১০ জন আহত হয়েছ্ন এবং বেকারির ভীতর দেশী-বিদেশী মিলিয়ে অন্তত পক্ষে ৪০ জন জিম্মি অবস্থায় আছেন বলে জানাগেছে । জিম্মিদের ভাগ্যে ঠিক কি ঘটেছে তা এখনও জানাযায়নি। আইএসের দাবী হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে । ঢাকা মহানগর গোয়েনদা পুলিশের (ডিসি-নর্থ) শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম( বার) এসি রবিউলের মৃত্যুর বিষয়টি নিউজ'৭১ এর কাছে নিশ্চিত করেছেন।

এদিকে আজ গভীর রাতে রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি স্প্যানিশ রেস্টুরেন্টে জিম্মিদশার ঘটনায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়াও অনেক আগে থেকে ঘটনাস্থলে রয়েছেন ৠাবের ডিজি বেনজির আহমেদ, ৠাব, পুলিশ, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃনদ।

এদিকে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস দায় স্বীকার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছেল। জঙ্গী গোষ্টী দাবী করেছে এই হামলার ঘটনায় ২০ জন মারাগেছে,। যারমধ্যে বেশীরভাগই বিদেশী নাগরিক । আইএসের মুখপত্র আমাক-এ গভীর রাতে দায় স্বীকারের খবর এসেছে বলে রয়টার্স, সিএনএন জানিয়েছে।

উল্লেখ্য গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছের ওই রেস্তোরাঁয় হামলা হয়। এ সময় সেখানে ২০ জন জনের মতো বিদেশি অতিথিসহ প্রায় ৪০ ছিলেন বলে রেস্তোরাঁ ব্যবস্থাপক জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত বাড়ার সাথে সাথে সরকার সমন্বিত উদ্ধার অভিযান জোরদার করার পরিকল্পনা করছে বলে জানাগেছে । সামরিক ও আধা সামরিক বাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হবে বলে জানাগেছে । ইতিমধ্যেই বাংলাদেশ নৌবাহিনীর একদল কমান্ডো ঘটনাস্থলে পৌছেছে । পৌছেছে মেডিকেল টিমসহ অ্যাম্বুলেন্সও।

এদিকে সমস্ত গুলশান-বারিধারা ও বনানী এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। রাজধানির কুটনৈতিক এলাকা খ্যাত গুলশান এলাকার ৪ কিলোমিটার এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। অনেক যানবাহন এই এলাকায় আটকা পড়ে আছে ।

এদিকে রাজধানির কুটনৈতিক এলাকা গুলশানে গতরাতে সংগঠিত জঙ্গী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জিম্মি ঘটনার অপরিবর্তিত উল্লেখ করে বাংলাদেশে অবস্থিত সকল মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থানের পরামর্শ দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন