
নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১০ লাখ টাকার অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস । গতকাল বিমানবন্দরের বেল্ট থেকে এসব সিগারেট জব্দ করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল এ তথ্য জানান। তিনি জানান, সকাল ৯টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালালে নামেন নজরুল ইসলাম ও রাকিবুল ইসলাম ।
পরে সকাল সোয়া ১০টার দিকে তাদের কাছে থাকা ৪টি বেল্ট থেকে ৩৫৭ মাস্টার কার্টন সিগারেট জব্দ করা হয়। বেনসন অ্যান্ড হেজেজ ব্র্যান্ডের এসব সিগারেটের মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে বলেও জানান হিল্লোল ।