News71.com
 Bangladesh
 02 Jul 16, 02:22 AM
 393           
 0
 02 Jul 16, 02:22 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ছাত্রলীগের আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে ছাত্রলীগের আল্টিমেটাম

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারকগ্রন্থের একটি অংশে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি লেখার প্রতিবাদে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যহতি দেয়ার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগ।

গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসের প্রিন্স এ আল্টিমেটাম দেন। তিনি বলেন, আজ রাত ৮টার মধ্যে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে পদত্যাগ করতে হবে। ইতিহাস বিকৃতির এ দায় তিনি কখনই এড়াতে পারেন না।

ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, আন্দোলন মুলতবি করে চলে গিয়েছিলাম কিন্তু পরে জানতে পেরেছি এর সঙ্গে ভিসি নিজেই জড়িত। যার কারণে আমরা আবার এসেছি।

তিনি আরো বলেন, আমাদের এখন একটাই দাবি ভিসির পদত্যাগ। যতক্ষণ ভিসি পদত্যাগ করবেন না ততক্ষণ আমরা আমরণ অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাব।

তার আগে রেজাউর রহমানকে অব্যহতির ঘোষণার পর ভিসি চত্বর ছেড়ে ছাত্রলীগ নেতাকর্মীরা চলে গেলেও কিছুক্ষণ পর আবারও ভিসির বাসভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করতে থাকেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভিসি চত্বরের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন