News71.com
 Bangladesh
 02 Jul 16, 02:12 AM
 350           
 0
 02 Jul 16, 02:12 AM

দিনাজপুরে ছেলের রডের আঘাতে বাবা নিহত

দিনাজপুরে ছেলের রডের আঘাতে বাবা নিহত

 

নিউজ ডেস্ক: দিনাজপুরের হাকিমপুরে ছেলের রডের আঘাতে তার বাবা মো. আব্বাস আলী (৬০) নিহত হয়েছেন। ছেলের রডের আঘাতে গুরুতর আহত বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল দুপুর ১২টার দিকে মারা যান । মৃত আব্বাস আলী উপজেলার বোয়ালদাঁড় ইউনিয়নের বোয়ালদাঁড় গ্রামের বাসিন্দা।

হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, দুপুর উপজেলার বোয়ালদাঁড় আব্বাস আলী ও তার ছেলে আলাউদ্দিনের (৩০) তর্কবিতর্ক হয়। একপর্যায়ে আব্বাস আলী ছেলেকে মারধর করেন। এতে করে আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা লোহার রড দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যান।

পরিবারের লোকজন গুরুতর আহতাবস্থায় আব্বাস আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেন, তাদের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। থানায় তাদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন