
নিউজ ডেস্ক: আজকের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস ও জুনের বেতন পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। এদিকে গার্মেন্টস শ্রমিক নেতারা মালিকদের আন্দোলন মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন।
গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তারা এই সব কথা বলেন। শ্রমিক নেত্রী লাভলি ইয়াসমিনের সভাপতিত্বে সমাবেশে শ্রমিক নেতারা বক্তব্য দেন।
শ্রমিক নেতারা বলেন, সরকার ২১ রমজানের মধ্যে বেতন বোনাস দেয়ার ক্ষেত্রে সরকারের নির্দেশনা থাকলেও কারখানা মালিকরা তা অমান্য করেছেন। আলোচ্য সময়ের মধ্যে বেশিরভাগ কারখানা বোনাসের অর্থ পরিশোধ করলেও কেউই মূল বেতনের সমান অর্থ দেননি।
বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা ২ হাজার টাকা বা তারও কম পেয়েছেন। আবার এখন পর্যন্ত একটি কারখানাও শ্রমিকদের বেতন দেয় নি। কারখানা মালিকরা বলছেন, আগামী ৪ তারিখে বেতন পরিশোধ করবেন। আগামী ৪ তারিখে বেতন পেলে শ্রমিকরা ঈদের কেনাকাটা করবেন না বাড়ি যাওয়ার জন্য টিকেট কিনবেন?
অন্যদিকে কিছু কারখানা মালিক শ্রমিকদের ১৫ তারিখে বেতন দেয়ার পাঁয়তারা করছেন। তাছাড়া আবার কেউ কেউ অর্ধেক বেতন দিয়েও বিদায় দিতে চাইছেন। গার্মেন্টস মালিকদের উদ্দেশ্যে শ্রমিক নেতা তপন সাহা বলেন, এ স্বভাব বাদ দিয়ে আগামী কালকের মধ্যে (শনিবার) জুনের বেতনসহ সব পাওনা পরিশোধ করে ছুটি দিতে হবে। তখন বক্তব্য দেন শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার, শামীমা সুলতানা শিরিন, সুলতানা বেগম ও আব্দুল ওয়াহেদ প্রমুখ।