
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ বছরের এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। এলাকাবাসীর থেকে জানা গেছে, গতকাল বিকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নধীন কামাত গ্রামের মো. বাইজিদ হোসেনের প্রতিবন্ধী ছেলে মো. সাব্বির আলি (৫) রাস্তার পাশ দিয়ে মসজিদের দিকে যাচ্ছিল। তখন এ সময় কানসাট-বিনোদপুর সড়কে কানসাট থেকে খাসের হাটগামী দুটি ট্রাক একে অপরকে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাক ওই শিশুকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
সেই মুহুর্তে চালক পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয় জনগন ট্রাকটিকে আটকে রেখে থানা পুলিশকে খবর দেয়। এস আই নুরে আলম সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাকটিকে আটক করে।
শিবগঞ্জ থানার ওসি মো. রমজান আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এলাকাবাসী, চেয়ারম্যান-মেম্বার ও শিশুর অভিভাবকের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।'