
নিউজ ডেস্ক: আওয়ামীলীগ উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, 'বর্তমান সরকার শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও অসহায় শিশুদের ভাগ্যে উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃতে। তাই বর্তমান বাজেটে শিশুদের কল্যাণে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে।'
গতকাল শুক্রবার বিকেলে শহরের গাজীপুর রোডস্থ নিজ বাসভবনে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের পোশাক ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
তোফায়েল আহমেদ আরও বলেন, 'জাতির পিতা সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। এখন তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করছেন। দেশ এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রেই প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রশংসিত হচ্ছে।'
তখন এ সময় মন্ত্রী ভোলায় প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে উল্লেখ করে আরো বলেন, 'এই সম্পদ কাজে লাগিয়ে ভোলা হবে দেশের অন্যতম সমৃদ্ধ জেলা। এখানকার গ্যাস দিয়ে জেলায় শিল্প-কারখানা নির্মিত হবে। বেকারত্ব দূর হয়ে এখানকার মানুষের অর্থনৈতিক চিত্র বদলে যাবে। ভোলার অপার সম্ভাবনার কথা মাথায় রেখে অনেক ব্যবসায়ীরা এখানে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে।'
তিনি বলেন, 'ভোলার মানুষের প্রধান সমস্যা নদী ভাঙ্গন ও যোগাযোগ ব্যবস্থা। এ দুটির সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি। নদী ভাঙ্গন রক্ষায় এখানে ইতোমধ্যে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যার কাজ শুরু হলে নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে জেলা।' এছাড়া ঢাকার সাথে সড়কপথে যোগাযোগের জন্য অচিরেই ভোলা বরিশাল ব্রিজের কাজ শুরু করা হবে।
এনসিটিএফ'র জেলা সমন্বয়ক আদিল হোসেন তপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো: দোস্ত মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, চেম্বারের পরিচালক মো: সফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী অর্ধশত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা-কাপড় ও ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি নিজ উদ্যেগে প্রত্যেক শিশুকে ১ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা দেন। তারপরে তিনি সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ইফতার পার্টিতে যোগ দেন।