News71.com
 Bangladesh
 02 Jul 16, 01:55 AM
 1624           
 0
 02 Jul 16, 01:55 AM

জঙ্গী হামলা ও নাশকতা ঠেকাতে খুলনা বিভাগের ১০ জেলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে পুলিশ...

জঙ্গী হামলা ও নাশকতা ঠেকাতে খুলনা বিভাগের ১০ জেলায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে পুলিশ...

 

নিউজ ডেস্ক: খুলনা বিভাগের ১০ জেলায় আগের যে কোন সময়ের চেয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ও ‘এলিট’ শ্রেণির ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দারা তীক্ষ্ম নজর রাখছে। খুলনা বিভাগীয় পুলিশ প্রধান (ডিআইজি) মো. মনিরুজ্জামান নিজেই এই নজরদারীর বিষয়টি তদারকি করছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও র‌্যাবের গোয়েন্দা বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেন, সনাতন ধর্মালম্বীদের উপাসনালয়, আশ্রম, গির্জা ও খ্রিস্টান মিশনারী প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। মসজিদও এ তালিকা থেকে বাধ পরেনি।

তারা বলেন, হিন্দু ও খ্রিস্টান ধর্মালম্বীদের মালিকানাধীন বড় ধরনের প্রতিষ্ঠানগুলোর পরিচালক ও মালিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের ওপরও চোখ রাখছেন গোয়েন্দারা। কিন্তু নিরাপত্তার নামে তাদের স্বাভাবিক চলাফেরায় কোন বিঘ্ন সৃষ্টি যেন করা না হয়- সে বিষয়ে কঠোরভাবে নিদের্শ দেওয়া হয়েছে।

একজন কর্মকর্তা বলেন, নানা ধর্মের ঈমাম, গুরু, ফাদার ও যাজকদের ওপর নজরদারী আগের যে কোন সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। এ বিষয়টির সত্যতা স্বীকার করে খুলনা বিভাগীয় পুলিশ প্রধান মো. মনিরুজ্জামান বলেন, ‘গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে-এটা ঠিক। তবে এটা করতে গিয়ে কোন গোয়েন্দা সদস্য বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধে বিভাগীয় (প্রশাসনিক) ব্যবস্থা নেওয়া হবে।’

ডিআইজি আরো বলেন, ‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যত দ্রুত সম্ভব সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কাজ চলছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন