News71.com
 Bangladesh
 02 Jul 16, 01:09 AM
 837           
 0
 02 Jul 16, 01:09 AM

গুলশানে রেস্টুরেন্টে জঙ্গী হামলা, বিদেশি নাগরিক জিম্মি ।। বনানী থানার ওসি নিহত-আহত অনেক পুলিশ কর্মকর্তা ,গোলাগুলি চলছে..

গুলশানে রেস্টুরেন্টে জঙ্গী হামলা, বিদেশি নাগরিক জিম্মি ।। বনানী থানার ওসি নিহত-আহত অনেক পুলিশ কর্মকর্তা ,গোলাগুলি চলছে..

নিউজ ডেস্ক: রাজধানি ঢাকার অভিযাত এলাকা গুলশানের একটি বিদেশী রেস্তোরাঁয় জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। জঙ্গীরা ব্যাপক বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষন করে রেস্টুরেন্টের দখল নেয় । ঘটনাটি জানাজানি হতেই র্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সল্প সময়ের মধ্যে এলাকাটি ঘিরে ফেলে। শুরু হয় জঙ্গী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলির লড়াই । এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ-র্যাবের সঙ্গে জঙ্গীদের গুলি বিনিময় চলছিল ।

ইতিমধ্যেই উদ্ধার অভিযানে অংশ নিয়ে বনানী থানার ওসি মো: সালাহউদ্দীন খান নিহত হয়েছ্ন । এছাড়াও পুলিশের গুলশান জোন ও মহানগর গোয়েনদা পুলিশ( ডিবি ) এর বেশ কয়েকজন এডিসি, এসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছ্ন । এর মধ্যে ডিবির এসি রবিউলের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে । তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের আইসিসিইউ তে নিবিড পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এছাড়াও গতকাল রাত ১ টা পর্যন্ত জঙ্গী হামলায় আটকে পড়া বিদেশী নাগরিকদের ভাগ্যে কি ঘটেছে তা জানাযায়নি। তবে দৈনিক ইত্তেফাক জানিয়েছে একজন বিদেশী নাগরিকের মৃত্যুর কথা তারা সুত্র মারফত জেনেছেন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারনা করা হচ্ছে ।

এছাড়াও দুর্বৃত্তদের গুলিতে আহত ২ পুলিশ সদস্যসহ ৩জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, আজ রাতে গুলশানের ৭৯ নম্বর সড়কের ওই রেস্টুরেন্টে কয়েকজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে ।

বর্তমানে ভীতর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। ওই রেস্টুরেন্টের ভেতর থেকে গুলি ছোড়া হচ্ছে। হোটেলে ৮ থেকে ১০ জন বিদেশি ছিলেন বলে জানা গেছে । আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী জঙ্গীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছিল বলে পুলিশের একটি দায়িত্যশীল সুত্র জানায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন