News71.com
 Bangladesh
 01 Jul 16, 07:55 PM
 390           
 0
 01 Jul 16, 07:55 PM

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ভুটান যাচ্ছেন।।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ ভুটান যাচ্ছেন।।

নিউজ ডেস্কঃ আজ ভুটান যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের আমন্ত্রণে চার দিনের এক রাষ্ট্রীয় সফরে থিম্পুর উদ্দেশ্যে আজ বিকালে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস সচিব বলেন, আশা করা যাচ্ছে দ্বি-পাক্ষিক যোগাযোগ জোরদার করার পাশাপাশি উপ-আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে এই সফর গতি সঞ্চার করবে। এ সফর চলাকালে রাষ্ট্রপতি ২ জুলাই বৌদ্ধ মঠ ও সুরক্ষিত স্থান তাশিছোদজংয়ে ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে রাষ্ট্রপতি রাজার বাসভবন লিংকানা প্রাসাদে রাজার দেয়া এক নৈশভোজ সভায় যোগ দেবেন। এ সফর চলাকালে ভুটানের জাতীয় পরিষদের স্পিকার লিওনপো জিগমে ঝাংপো, জাতীয় পরিষদের চেয়ারম্যান সোনম কিনগা ও পররাষ্ট্র মন্ত্রী লিওনপো দামচো দরজি পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি আগামী ৪ জুলাই ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন