
নিউজ ডেস্ক: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, 'এবার ঈদে রেলে সিডিউল বিপর্যয় নেই। সিডিউল বিপর্যয় ছাড়াই সব ট্রেন গন্তব্য ছেড়ে যাচ্ছে। এবার ঈদে ঘরমুখো যাত্রীরা এবার নিরাপত্তার মধ্য দিয়ে যাতায়াত করছেন।' আজ বিকাল ৩টায় কমলাপুর রেল স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী এই সব কথা বলেন।
রেলমন্ত্রী আরও বলেন, এবারের ঈদে সারা দেশে প্রতিদিন ২লক্ষ ৬০ হাজার যাত্রী রেলেই যাতায়াত করছেন। শুধু রাজধানীর কমলাপুর থেকেই প্রতিদিন যাচ্ছেন ৫২ হাজার যাত্রী। যাত্রীদের ঈদ শুভেচ্ছা জানিয়ে উপস্থিত রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনায় রেলে ব্যাপক উন্নয়ন হচ্ছে।
এবার সুষ্ঠুভাবে টিকিট বিক্রি হয়েছে দাবি করে রেলমুন্ত্রী বলেন, যাত্রীদের সুবিধার্থে নতুন ট্রেনের পাশাপাশি অতিরিক্ত বগিও সংযোগ করা হয়েছে। যাত্রীরা যাতে ট্রেনে ছাদে না চড়েন এমন অনুরোধ জানিয়ে তিনি। অনেক সময় ছাদে ভ্রমণ করতে গিয়ে আনন্দ ঈদ মাটি হয়ে যেতে পারে।
এছাড়া রেলমন্ত্রী আরো বলেন, ঘরমুখো মানুষের যাত্রীসেবা নিশ্চিতকরণে রেলেওয়ে পুলিশ, রেলের নিরাপত্তাবাহিনী এবং বিজিবি র্যাব ও স্থানীয় পুলিশ সতর্ক অবস্থায় থাকবে। তখন এই সময় রেলওয়ে সচিব ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ে ডিআইজি মো. শামসুদ্দিনসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।