News71.com
 Bangladesh
 01 Jul 16, 07:51 PM
 494           
 0
 01 Jul 16, 07:51 PM

গ্রেফতারকৃত অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তার রিমান্ড চায় দুদক ।।

গ্রেফতারকৃত অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তার রিমান্ড চায় দুদক ।।

নিউজ ডেস্কঃ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার মামলায় গ্রেপ্তার হওয়া অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানসহ ব্যাংকের ৩ কর্মকর্তার ৭ দিন রিমান্ড চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ আজ আসামিদের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আজই ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলমের আদালতে এ বিষয়ে শুনানি হবে ।

ব্যাংকের অপর ২ কর্মকর্তা হলেন অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আখতারুল আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল্লাহ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান খানকে ব্যাংকের অতিরিক্ত দায়িত্বের এমডি নিয়োগ করে ।

দুদকের সরকারি কৌঁসুলি কবির হোসাইন প্রথম আলোকে জানান, দুদকের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটনে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি ।

মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেওয়ার কারণে অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদ, ডিএমডি মিজানুর রহমান খানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে গতকাল মামলা করে দুদক ।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যদের লাভবান করে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন। রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ৫৫৫ নম্বর প্লটে মিজানুর রহমানের বৈধ মালিকানা ছিল না ।

মিজানুর রহমানের বিরুদ্ধে জমির মালিক শেখ মো. জয়নাল আবেদীন ও আমমোক্তারনামা সূত্রে দাবিদার তাঁর ছেলে শেখ মো. আবদুল গণির মামলা এখনো চলমান। রাজউক অনুমোদিত বৈধ নকশাও ছিল না। বিতর্কিত ওই জমিতে নির্মাণাধীন একটি ভবনের অস্বাভাবিক নির্মাণ ব্যয় ও আয় দেখিয়ে মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে মুন গ্রুপকে ১০৮ কোটি টাকা ঋণ দেয় ব্যাংক। মঞ্জুর হওয়া ঋণ থেকে পর্যায়ক্রমে ৯৪ কোটি ৮০ লাখ টাকা তুলে নিয়ে ব্যাংক তথা রাষ্ট্রের ওই পরিমাণ অর্থ তাঁরা আত্মসাৎ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন