News71.com
 Bangladesh
 01 Jul 16, 06:50 PM
 376           
 0
 01 Jul 16, 06:50 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রলীগের হামলা।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে ছাত্রলীগের হামলা।।

নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের পদত্যাগ দাবিতে ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের বাসভবন ঘেরাও এবং তার গাড়ি ভাঙচুর করেছে শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ জুমার নামাজ শেষে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

এর আগে ব্যক্তিগত গাড়িতে করে বাসভবনে যাওয়ার পথে টিএসসির সামনে ভিসির গাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। এসময় গাড়িটির সামনে কাচ ভেঙে ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে ভিসির বাসভবনে সামনে পরিস্থিতি সামাল দিতে ভারপ্রাপ্ত প্রক্টরসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত আছেন। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন