News71.com
 Bangladesh
 01 Jul 16, 06:48 PM
 400           
 0
 01 Jul 16, 06:48 PM

পাবনায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ ও নিহত ১।।

পাবনায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ ও নিহত ১।।

নিউজ ডেস্কঃ পাবনার নূরপুরে বাইপাস সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (১ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আরও ৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সিএনজি চালিত যাত্রী বাহী অটো রিক্সাটি পাবনা শহর থেকে নূরপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই আইনুল নামের এক ব্যাক্তি মারা যায়, আহত হয় আরও ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন