
নিউজ ডেস্কঃ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউপির দড়িয়াপুর গ্রামের মহাসিন হাওলাদার (৩০) নামে একজন মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১ জুলাই) সকালে বাড়ির প্রবেশ পথের কাছে একটি মাঠের মধ্য থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মহাসিন হাওলাদার (৩০) সদর উপজেলার নবগ্রাম ইউপির দড়িয়াপুর গ্রামের মোশারফ হাওলাদারের ছেলে। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহে আলম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহসিন নিজ বাড়ি থেকে বের হয়ে অনেক রাতে বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। সকালে বাড়ির কাছেই একটি মাঠের মধ্য থেকে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
মহসিনের শরীরে বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। পূর্ব শত্রুতার জেরে রাতেই মহাসিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ পরিদর্শক মাহে আলম। সংশ্লিষ্ট খুনের সাথে জড়িতদের মধ্যে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে নিহতের পিতা মোশারেফ হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামালা দায়ের করেছেন বলে জানান ওসি মাহে আলম।