News71.com
 Bangladesh
 01 Jul 16, 06:46 PM
 391           
 0
 01 Jul 16, 06:46 PM

কক্সবাজারে সন্ত্রাসী ইসমাইলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার।।

কক্সবাজারে সন্ত্রাসী ইসমাইলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার।।

নিউজ ডেস্কঃ কক্সবাজার শহরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী ইসমাইলের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১ জুলাই) ভোরে কক্সবাজার জেলখানার পেছনে সিকদারঘোনা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল র’মালিয়ারছড়া সমিতি বাজার এলাকার দিল মোহাম্মদের ছেলে ছিলেন। নিহত ইসমাইয়েলের বিরুদ্ধে ছিনতাই, হত্যা, ভূমি দখলসহ ডজনখানেক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অপরদিকে, স্থানীয়দের একটি সূত্র ‘ক্রসফায়ারে' ইসমাইল মারা গেছে দাবি করলেও অপর সূত্রের দাবি, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে ইসমাইল মারা গেছে। তবে পুলিশের পক্ষ থেকে নিহতের নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অপারেশন অফিসার এসআই আব্দুর রহিম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের ধরতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। তবে কী কারণে ইসমাইল মারা গেছেন তার নিশ্চিত খবর জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন