News71.com
 Bangladesh
 01 Jul 16, 06:44 PM
 421           
 0
 01 Jul 16, 06:44 PM

ঈদে লাশ হয়ে বাড়ী ফিরলেন গার্মেন্ট শ্রমিক ইউসুফ ।। স্ত্রী-কন্যার জীবনও আশংকাজনক

ঈদে লাশ হয়ে বাড়ী ফিরলেন গার্মেন্ট শ্রমিক ইউসুফ ।। স্ত্রী-কন্যার জীবনও আশংকাজনক

নিউজ ডেস্কঃ ঝালকাঠিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইউসুফ নামের এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী ও দুই বছরের মেয়েও গুরুত্বর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক সড়কের রায়াপুর নামক স্থানে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী ফরাজী (৪০) জেলার কাঁঠালিয়া উপজেহলার মহিষকান্দি গ্রামের আবদুল হাকিম ফরাজীর ছেলে। নলছিটি থানার পরিদর্শক (অপারেশন) জানান, ঈদের ছুটিতে পিকআপ ভ্যান ভাড়া করে পরিবারসহ ঢাকা থেকে ঝালকাঠির কাঁঠালিয়া গ্রামের বাড়িতে আসছিলেন গার্মেন্ট শ্রমিক ইউসুফ আলী ফরাজী।

ভোর ৫টার দিকে পিকআপ ভ্যানটি রায়াপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইউসুফ আলী ফরাজী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তার স্ত্রী ইয়াসমিন বেগম ও দুই বছরের শিশু জান্নাতিকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন