News71.com
 Bangladesh
 01 Jul 16, 02:51 PM
 396           
 0
 01 Jul 16, 02:51 PM

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে ২ তেলের ট্যাংকারের সংঘর্ষ ।।

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে ২ তেলের ট্যাংকারের সংঘর্ষ ।।

নিউজ ডেস্কঃ অসাবধানত চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে ২টি তেলের ট্যাংকারের মধ্যে গতকাল দিনগত গভীর রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এসময় দূর্ঘটনা কবলিত একটি নৌযান থেকে সাগরে তেল ছড়াতে থাকলে বাংলাদেশের উপকুল রক্ষী বাহিনী কোষ্ট গার্ডের সহায়তায় দ্রুত ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কার ২টি সৈকতে এনে তেল ছড়ানো বন্ধ করা হয়েছে । ফলে বড় ধরনের ক্ষতি ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করা গেছে উপকুলকে।

বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের লেফটেন্যান্ট কমান্ডার ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, গতকাল রাত পৌনে ৩টার দিকে বহিঃনোঙ্গরের ২ নম্বর বয়া থেকে ২ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি জানান, ডিজেলবাহী বেঙ্গল স্পিরিট-১ এর সাথে অন্য পারটেক্স-৩ নামের অন্য অয়েল ট্যাংকারটির সংঘর্ষ হয়। এতে বেঙ্গল স্পিরিটের বাঁ পাশে গর্তের সৃষ্টি হয় এবং সমুদ্রে তেল ছড়াতে থাকে। ঘটনার পরপরই বহিঃনোঙ্গরে টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে যায় ।

কোষ্ট গার্ড কর্মকর্তা ওমর ফারুক আরও জানান, দুর্ঘটনা কবলিত ট্যাংকার ২টি রাতেই সৈকতের কাছাকাছি নিয়ে আসা হয়। পরে কোস্টগার্ডের জাহাজ তৌহিদের সহায়তায় ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে ৮০ হাজার লিটার ডিজেল সরিয়ে নেওয়া হয়। এতে ওই নৌযান থেকে সাগরে তেল ছড়ানো বন্ধ হয়েছে বলে এই কোস্ট গার্ড কর্মকর্তা জানান। ট্যংকার ২টির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওমর ফারুক জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন