
নিউজ ডেস্কঃ ঈদে মহাসড়কে সেবা দিতে গিয়ে রোভার স্কাউট সদস্যদের শুধু ভাষণ নয়, অ্যাকশনে যেতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।মন্ত্রী বলেন, ঈদুল ফিতরে সড়কে রোভাদের সেবার পরীক্ষা হবে। সে পরীক্ষায় উত্তীর্ণ হলে আগামী ঈদুল আজহাসহ সবসময় রোভারদের সড়কে রাখা হবে।
আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ‘সড়ক স্বেচ্ছাসেবক ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাড়ির টানে ঘরে ফেরা হোক নিবির্ঘ্ন’-স্লোগানে অনুষ্ঠানের আয়োজন করে সড়ক ও জনপথ অধিদফতর ।