
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০১৫-১৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েও ২১ কোটি ৭৮ লাখ টাকা বেশি রাজস্ব আয় হয়েছে । ভোমরা স্থল বন্দরের শুল্ক বিভাগ জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড ২০১৫-১৬ অর্থবছরে ভোমরা স্থল বন্দরকে ৬০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। কিন্তু আয় হয়েছে ৬২১ কোটি ৭৮ লাখ টাকা ।
সূত্রে জানা গেছে, ভোমরা বন্দর থেকে ২০১৫ সালের জুলাই মাসে ২৬ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮১১ টাকা, আগস্ট মাসে ৩৬ কোটি ৯ লাখ ১৩ হাজার ২৯০ টাকা, সেপ্টেম্বর মাসে ৫৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৩২ টাকা, অক্টোবর মাসে ৫৯ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৪১ টাকা, নভেম্বর মাসে ৩৬ কোটি ৩৪ লাখ ৯৮ হাজার ৬৬ টাকা, ডিসেম্বর মাসে ৫৬ কোটি ৬৮ লাখ ১১ হাজার ১১৯ টাকা, ২০১৬ সালের জানুয়ারি মাসে ৫৯ কোটি ২ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকা, ফেব্রুয়ারি মাসে ৭০ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার ৯৪৭ টাকা, মার্চ মাসে ৯২ কোটি ৩৬ লাখ ৪৯ হাজার ৯৯৩ টাকা, এপ্রিল মাসে ৬৬ কোটি ৩১ লাখ ৬৩ হাজার ৩২৮ টাকা, মে মাসে ৩৫ কোটি ৮৪ লাখ ৩২ হাজার ১১ টাকা ও জুন মাসে ২৮ কোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে ।
ভোমরা বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার সানোয়ারুল কবীর অতিরিক্ত রাজস্ব আয়ের সত্যতা নিশ্চিত করেছেন ।