News71.com
 Bangladesh
 01 Jul 16, 01:11 PM
 400           
 0
 01 Jul 16, 01:11 PM

মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৮০ জন দরিদ্রকে ঈদবস্ত্র প্রদান ।।

মেহেরপুরের গাংনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৮০ জন দরিদ্রকে ঈদবস্ত্র প্রদান ।।

নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ হাজার ৮০ জন দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের উদ্যোগে আজ বেলা ১১টার দিকে ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বস্ত্র বিতরণ করা হয় ।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাদিজা আশরাফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শাহানা আক্তার শান্তনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক । আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক ফজল, গাংনী পৌর আওয়ামিলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নবিরুদ্দিন, প্যানেল মেয়র ২ ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ডের কাইন্সিলর এনামুল হক, কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি জহিরুল ইসলাম, সৈনিকলীগ নেতা শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আলমাস হোসেন, শ্রমীক নেতা আক্তারুজ্জামান প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন