News71.com
 Bangladesh
 01 Jul 16, 12:43 PM
 446           
 0
 01 Jul 16, 12:43 PM

ঝিনাইদহে আবারও মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যা ।।

ঝিনাইদহে আবারও মন্দিরের সেবায়েতকে কুপিয়ে হত্যা ।।

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায়েত শ্যামানন্দ দাস ওরফে বাবাজিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শ্যামানন্দ দাস নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামের কিরণ সরকারের ছেলে ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, শ্যামানন্দ দাস মন্দিরের পাশে পূজার জন্য ফুল কুড়াচ্ছিলেন। এ সময় ৩জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তাকে রাম দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে মন্দিরের লোকজন শ্যামানন্দকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।

এলাকাবাসী জানায়, শ্যামানন্দ দাস পরিবার ত্যাগ করে বৈষ্ণব ধর্মে দীক্ষা নিয়ে মন্দিরে মন্দিরে পূজা-অর্চনার কাজ করে বেড়াতেন। বছর চারেক আগে তিনি ঝিনাইদহে এসে সদর উপজেলার উত্তর কাস্ট সাগরা গ্রামের শ্রী শ্রী রাধামদন গোপাল মঠ মন্দিরের সেবায়েতের দায়িত্ব নেন। তাকে এলাকার মানুষ বাবাজি বলে ডাকতেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন