
নিউজ ডেস্কঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে মংশৈনু মারমা নামে এক আওয়ামিলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাতে সাড়ে ১০টা দিকে উপজেলার বাইশারীতে এ ঘটনাটি ঘটে। নিহত মংশৈনু মারমা বাইশারী ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি এবং মারমা পাড়ার অগ্য মারমার ছেলে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বাইশারী ইউনিয়নের বাজার থেকে বাড়ি ফেরার সময় মারমা শশ্মানের পাশের রাস্তায় দুর্বত্তরা মংশৈনু মারমাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে ।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আও্রযামিলীগ নেতাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হযেছে ।