
নিউজ ডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর একের পর এক ঋণ কেলেঙ্কারির ঘটনা প্রকাশের প্রেক্ষাপটে তা নিয়ে সরকারও ‘চিন্তিত’ বলেছেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে অপসারণ ও ভারপ্রাপ্ত এমডিসহ কয়েকজন কর্মকর্তাকে গ্রেফতারের দিন আজ বৃহস্পতিবারই সংসদে এই কথা বলেছেন অর্থমুন্ত্রী।
সংসদে বাজেট পাশের পরদিনই আসন্ন ২০১৬-২০১৭ অর্থবছরের বাজেট পাসের প্রতিক্রিয়া নিয়ে নিজের বক্তব্যে অর্থমুন্ত্রী বলেন, ‘এই খাতের লুটপাট নিয়ে আমরাও খুবই চিন্তিত। এটা যাতে আর না হয়, এজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা তদন্ত চালাচ্ছি এবং তদন্তের পরে মামলা হচ্ছে।’ অপরাধিদের বিরুদ্ধে ব্যবস্থাও গৃহিত হচ্ছে ।
উল্লেখ্য প্রায় ৮শত কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মের অভিযোগে আজ সকালেই অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। আর এর পর পরই বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন-দুদক গ্রেপ্তার করে ব্যাংকটির ভারপ্রাপ্ত এমডি সহ কয়েকজন কর্মকর্তাকেও ।