News71.com
 Bangladesh
 30 Jun 16, 07:24 PM
 462           
 0
 30 Jun 16, 07:24 PM

রংপুরে জামায়াতকর্মীসহ ৬০ আসামি গ্রেফতার ।।

রংপুরে জামায়াতকর্মীসহ ৬০ আসামি গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ রংপুরে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন নামে এক জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৬০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ।

তোফাজ্জল কুড়িগ্রাম জেলার পশ্চিম চর বিদ্যালয় নতুনবাজার ডাঙ্গাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। গতকাল দিনগত রাত থেকে আজ সকাল পর্যন্ত রংপুরের ৮ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান জানান, গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি ।

আজ সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন