News71.com
 Bangladesh
 30 Jun 16, 07:18 PM
 397           
 0
 30 Jun 16, 07:18 PM

শাহজালাল বিমানবন্দর থেকে শত শত টন কার্গো পণ্য গায়েব ।। সংশ্লিষ্ট সংস্থাগুলো একে অন্যের উপর দায় চাপাচ্ছে....

শাহজালাল বিমানবন্দর থেকে শত শত টন কার্গো পণ্য গায়েব ।। সংশ্লিষ্ট সংস্থাগুলো একে অন্যের উপর দায় চাপাচ্ছে....

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শত শত টন কার্গো পণ্য গায়েব হওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে । দীর্ঘদিন ধরে এসব এক্সক্লুসিভ পণ্যের হদিস পাওয়া যাচ্ছে না। আর এই চুরির সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কাগজে-কলমে এসব পণ্য ঢাকায় পৌঁছলেও বাস্তবে সেগুলো কার্গো গোডাউনে নেই। এমনকি হ্যান্ডলিং এজেন্ট বাংলাদেশ বিমানও বলতে পারছে না পণ্যগুলো কোথায় রাখা হয়েছে ।

অতি গুরুত্বপূর্ণ এসব পণ্যের খোঁজে বিভিন্ন গার্মেন্ট প্রতিষ্ঠান, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইলেক্ট্রনিক্স কোম্পানির মালিক ও তাদের মনোনীত সিএন্ডএফ এজেন্টরা গলদঘর্ম হচ্ছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করলে বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান কার্গো পণ্যের চুরি যাওয়ার বিষয়ে কিছুই জানেন না তিনি। এটা বিমান ও সিভিল এভিয়েশনের দায়িত্ব। এখানে মন্ত্রণালয়ের কোন হাত নেই ।

বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল ইনামুল বারী বলেছেন, সিভিল এভিয়েশনের কারণে তারা মালামাল সাজিয়ে ও গুছিয়ে রাখতে পারছেন না। আর কার্গো টার্মিনালের জায়গার মালিক সিভিল এভিয়েশন। বিমান শুধু হ্যান্ডলিং এজেন্ট। এখন সিভিল এভিয়েশনকে যদি জায়গা না দেয়া হয়, তাহলে বিমান কোথায় মালামাল রাখবে। তারা গত ২ বছর ধরে কার্গো গোডাউন ঠিক করে দিচ্ছে না। এ কারণে রানওয়েজুড়ে মালামাল এলোমেলোভাবে পড়ে আছে ।

বিমান সূত্র জানায়, শাহজালালের রানওয়ে সংলগ্ন ‘বে’ এরিয়াতে খোলা আকাশের নিচে পড়ে আছে কয়েক হাজার টন কার্গো। বেবিচকের অবহেলা আর উদাসীনতায় এসব পণ্য কার্গো গোডাউনে আনা সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে বলা হয়েছে, কার্গো গুদামে র্যাকের মধ্যে পেলেট নেই। এ কারণে এখানে মালামাল সাজিয়ে রাখা যাচ্ছে না। রানওয়ে থেকে অবাধে চুরি হচ্ছে গার্মেন্ট আইটেম, মোবাইল ফোন ও ইলেক্ট্রনিক্সসহ মূল্যবান পণ্যসামগ্রী ।

সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা মালামাল ঢাকায় পৌঁছার এয়ার অ্যারো বিলের কপি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিমানের ইমপোর্ট কার্গো কমপ্লেক্সের বারান্দায় ঘুরলেও পণ্যের হদিস পাচ্ছেন না। ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ বলেন, কার্গো পণ্য সংরক্ষণ ও ডেলিভারিতে অব্যবস্থাপনা, খোলা আকাশের নিচে পোশাক শিল্পের কাঁচামালসহ মূল্যবান পণ্য ফেলে রাখা, পণ্য চালান ডেলিভারিতে প্রতিবন্ধকতা সৃষ্টি, লাগামহীনভাবে ওয়্যারহাউস থেকে মালামাল চুরি হওয়া এবং ডেলিভারি কাজে ব্যবহৃত ট্রলি ও ফর্ক লিফট না থাকার বিষয়ে তারা বিমানকে আলটিমেটাম দিয়েছেন। বিষয়টি তারা বিমানমন্ত্রী এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানকেও জানিয়েছেন ।

দ্রুততম সময়ের মধ্যে এটা ঠিক না হলে তারা ওয়্যারহাউস থেকে সব ধরনের পণ্য চালান খালাস ও রফতানি পণ্য প্রেরণ বন্ধ করে দেবে। বিমান সূত্র জানায়, অহেতুক নানা কারণ দেখিয়ে পেলেটগুলো ক্রয়ে বারবার বাধা দিচ্ছে সিভিল এভিয়েশন। সিএন্ডএফ এজেন্ট ও কার্গো আমদানিকারকদের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টিতে ভেজা ও খোলা আকাশের নিচে পড়ে থাকা হদিসবিহীন শতাধিক টন কার্গো পণ্যের মূল্য হবে প্রায় ১ হাজার কোটি টাকা ।

গত ২-৩ মাস আগে আসা মূল্যবান পণ্য এখনও খুঁজে পাচ্ছেন না অনেকে। এ কারণে অনেক গার্মেন্ট কারখানার রফতানির আদেশ বাতিল হয়েছে। আবার অনেকে যথাসময়ে তাদের উৎপাদিত পণ্য রফতানি করতে পারবেন না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা ।

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ৩টি সংস্থার সমন্বয়হীনতা, একগুঁয়েমি, চুরি, দুর্নীতি আর খামখেয়ালির কারণে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আমদানি খাত। এর বড় ধরনের প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে ।

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বর্তমানে প্রায় ৮০০ কোটি টাকার পণ্য চুরির অভিযোগ সিভিল এভিয়েশন, এয়ারফ্রেইট ও বিমানের টেবিলে ফাইলবন্দি রয়েছে। বছরের পর বছর ধরে এসব অভিযোগ পড়ে থাকলেও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না ।

সরেজমিন শাহজালালের কার্গো কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, সব গোডাউনে পড়ে আছে কমার্শিয়াল ব্যাগেজ। গত ৬ মাস ধরে অহেতুক এসব পণ্য দিয়ে গোডাউন বোঝাই করে রাখা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন