News71.com
 Bangladesh
 30 Jun 16, 06:43 PM
 389           
 0
 30 Jun 16, 06:43 PM

রাজশাহীতে জামায়াত নেতাসহ আটক ২৬

রাজশাহীতে জামায়াত নেতাসহ আটক ২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরীর ৪ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ তাদের আটক করে। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া থানা ৫ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৯ জন, শাহ মখদুম থানা ১ জন এবং মহানগর ডিবি পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী এবং ৩ জন জামায়াতের নেতাকর্মী আছেন। আটক জামায়াতের নেতাকর্মীরা হলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম , জামায়াত কর্মী কাজী মামুন রানা এবং মোয়াজ্জেম হোসেন । থানায় তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন