
নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত নগরীর ৪ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ তাদের আটক করে। নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া থানা ৫ জন, রাজপাড়া থানা ৮ জন, মতিহার থানা ৯ জন, শাহ মখদুম থানা ১ জন এবং মহানগর ডিবি পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী এবং ৩ জন জামায়াতের নেতাকর্মী আছেন। আটক জামায়াতের নেতাকর্মীরা হলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম , জামায়াত কর্মী কাজী মামুন রানা এবং মোয়াজ্জেম হোসেন । থানায় তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে ।