News71.com
 Bangladesh
 30 Jun 16, 06:42 PM
 405           
 0
 30 Jun 16, 06:42 PM

ছড়ি ঘুরিয়ে জনতাকে নিয়ন্ত্রণের দিন শেষ ।। ডিএমপি কমিশনার

ছড়ি ঘুরিয়ে জনতাকে নিয়ন্ত্রণের দিন শেষ ।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ছড়ি ঘুরিয়ে জনতাকে নিয়ন্ত্রণের দিন শেষ। এখন জনতাকে নিয়ন্ত্রণ করতে হবে ভালবাসা দিয়ে । আজ বেলা ১২টার দিকে রাজধানীর বনানী মডেল স্কুল মাঠে এতিম ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য পবিত্র ঈদ উপলক্ষে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ডিএমপি। বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এবারের ঈদে নগরীর নিরাপত্তার ব্যাপারে পুলিশের প্রস্তুতি সম্পর্কেও কথা বলেন ।

তিনি বলেন, রমজানকে ঘিরে রাজধানী ঢাকাকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হয়েছে। এখনো পর্যন্ত বড় কোনো ঘটনা ঘটেনি। পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বিভিন্ন মার্কেটসহ রাস্তায় বিপুল পুলিশ মোতায়েন রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তল্লাশি চৌকি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে ।

বাসা বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদে বাড়ি যাওয়ার আগে আপনারা নিজেদের মতো বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। বাকিটা আমাদের দায়িত্ব। বনানী থানা এলাকায় সিসি ক্যামেরা লাগানোর নামে পুলিশ চাদাঁবাজি করছে বলে জানালে আছাদুজ্জামান মিয়া বলেন, সিসি ক্যামরো লাগানোর নামে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। যদি কেউ এধরনের অপকর্ম করে থাকে তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন