
নিউজ ডেস্কঃ ঢাকা-নীলফামারী রেলপথে ঢাকা-পার্বতীপুর ও চিলাহাটির রেল স্টেশনের মধ্যে চলাচলকারী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী পরিবহন ক্ষমতা বাড়িয়ে এখন প্রায় দ্বিগুণ করা হয়েছে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বে ৭টি কোচ বিশিষ্ট এ ট্রেনে আসন সংখ্যা ছিল ৪৬৭টি। বর্তমানে এ ট্রেনে আরো ৫টি যাত্রীবাহী কোচ সংযুক্ত করায় আসন সংখ্যা বেড়ে হয়েছে ৯১৫টি। বর্ধিত কলেবরের এ আন্তঃনগর ট্রেনটি আজ রাত থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা-নীলফামারী (পার্বতীপুর হয়ে) রেলপথে চলাচল করবে। বিলাসবহুল ও সাধারণ আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উত্তরাঞ্চলের রেল যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ।
পার্বতীপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুল ইসলাম প্রামাণিক জানান, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারী, জয়পুর হাট, নাটোর, নওগাঁ এবং সিরাজগঞ্জের ঢাকা গমনাগমনকারী যাত্রীদের কাছে আন্তঃনগর নীলসাগর ট্রেনটি খুবই জনপ্রিয়। রাতে উঠলে সকাল সকাল ঢাকা পৌঁছানো যায়। মাঝে মধ্যে এ ট্রেনের বিলাসবহুল বার্থ কোচ বাদ দেওয়ায় যাত্রীদের খুব অসুবিধা হয়। তবে বর্তমানে ট্রেনের সব ধরনের আসন বৃদ্ধি করায় রেল কর্তৃপক্ষকে তিনি সাধুবাদ জানান ।
পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, বর্ধিত ট্রেনটিতে শীতাতাপ নিয়ন্ত্রিত শয়ন বার্থ আসন থাকছে ১১টি, শীতাতপ চেয়ার (স্নিগ্ধা) আসন বর্তমানে ৫টি বাড়িয়ে ২৫টি করা হয়েছে, শোভন চেয়ার ৯২টি বাড়িয়ে করা হয়েছে ১৮৪টি। এ ছাড়া গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন পার্বতীপুরের জন্য আসন নির্ধারিত হয়েছে ৬টি শয়ন বার্থ, ২০টি শীতাতাপ নিয়ন্ত্রিত চেয়ার আসন ও ৭২টি শোভন আসনের স্থলে আরো ২০টি বাড়ানো হয়েছে ।
পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল জানান, রেলওয়ের সেবাকে আরো গতিশীল করতে আন্তঃনগর যাত্রীবাহী ট্রেনগুলোতে প্রয়োজনীয় কোচ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যাত্রী পরিবহন ক্ষমতা ও সেবা বৃদ্ধির সাথে সাথে রেলের আয় বাড়বে বলে মন্তব্য করেন তিনি ।