
নিউজ ডেস্কঃ বাংলাদেশে গত ৬ মাসে আইনশৃংখলা বাহিনীর হেফাজতে থাকা ৭৯ ব্যক্তি কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) । নিহতের মধ্যে ৩০জন পুলিশের সঙ্গে, ২৪ জন র্যাবের ও ৭ জন ডিবি পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়েছেন। এছাড়াও ১৩ জন পুলিশ-বিজিবি-ডিবির বন্দুকযুদ্ধ ও নির্যাতনে নিহত হয়েছেন। এর মধ্যে ১জন পুলিশ-বিজিবির গুলিতে, ৬ জন পুলিশ-বিজিবির নির্যাতনে এবং ৬ জন ডিবির গুলিতে নিহত হয়েছে ।
থানা হেফাজতে বন্দি অবস্থায় মারা গেছেন ৪ জন। কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন ৪২ জন, যার মধ্যে ১৪জন কয়েদি এবং ২৮ হাজতি। আজ আসকের সহকারী পরিচালক জাফরিন সাত্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ মাসে আইনশৃংখলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ৫০জনকে তুলে নিয়েছে। এর মধ্যে ৬ জনের লাশ পাওয়া গেছে, ৪জনকে গ্রেফতার ও ২জনকে মুক্তি দেয়া হয়েছে। বাকি ৩৮ জনের কোনও হদিশ পাওয়া যায়নি ।
বাংলাদেশে শিশুদের নির্যাতন ও হত্যার হার গত ৬ মাসে আশংকাজনকভাবে বেড়ে গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আসক। সংস্থাটি বলছে, গত ৬ মাসে ৫৯১জন শিশুকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে এবং ২৩৫জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে নির্যাতনের পর ১৫জন শিশু আত্মহত্যা করেছে।
এদিকে ৬ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬৯৩টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আসক। এতে ১৪২ জন নিহত এবং ৯ হাজার ৮৫জন আহত হয়েছেন। গত ৬ মাসে ১জন অধ্যক্ষ, ধর্মগুরু ও সেবায়েতসহ ৫জন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই সম্প্রদায়ের সদস্যদের ৬৬টি বাড়িতে হামলা ও ৪৯টি মূর্তি ভাঙা হয়েছে বলে আসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।