News71.com
 Bangladesh
 30 Jun 16, 06:09 PM
 387           
 0
 30 Jun 16, 06:09 PM

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডিসহ ৩ কর্মকর্তা গ্রেফতার ।।

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডিসহ ৩ কর্মকর্তা গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হলেন অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান। আজ বিকেলে তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে ব্যাংকটির আরো ২ কর্মকর্তাকে গ্রেফতারের কথাও নিশ্চিত করেছে দুদক ।

এর আগে আজ সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণ করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল হামিদকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। এরপর দুপুরের দিকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া মিজানুর রহমানকে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকেলে দুদকের উপকমিশনার বেনজির আহমেদ গ্রেফতার করেন মিজানুর রহমানকে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন