
নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৬শত পিস ইয়াবাসহ লক্ষণ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটক ব্যক্তি লক্ষণ নরসিংদী সদর থানার বিশারণ ব্রাহ্মণের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষণ ব্রাহ্মণ নামে এক যাত্রীর দেহ তল্লাশি করা হয়। এই সময় তার কাছ থেকে ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, এই ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।