
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পাকারাস্তা থেকে ৮ কেজি রুপা ও মোটরসাইকেলসহ ১জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটক ব্যক্তি নাসির উদ্দিনকে (৪০) দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে লোকনাথপুর পাকা রাস্তা থেকে নাসির উদ্দিনকে (৪০) আটক করা হয়। তারপরে নাসির উদ্দিনের মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৮কেজি রুপা পাওয়া যায়। তখন এই সময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ ব্যটালিয়নের বিজিবি পরিচালক লে. কর্নেল আমির মজিদ এই ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।