News71.com
 Bangladesh
 30 Jun 16, 05:18 PM
 411           
 0
 30 Jun 16, 05:18 PM

ব্রাহ্মণবাড়িয়ায় চাঙ্গা হয়ে ওঠেছে অবৈধ বৈদেশিক মুদ্রার বাণিজ্য

ব্রাহ্মণবাড়িয়ায় চাঙ্গা হয়ে ওঠেছে অবৈধ বৈদেশিক মুদ্রার বাণিজ্য

নিউজ ডেস্ক: পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় চাঙ্গা হয়ে ওঠেছে অবৈধ বৈদেশিক মুদ্রার বাণিজ্য। প্রতিদিন পৌরশহরের সুপার মার্কেটের বেশ কয়েকটি দোকানে অবৈধ বৈদেশিক মুদ্রার কয়েক লাখ টাকার বাণিজ্য হচ্ছে।

জানা যায়, সুপার মার্কেটে বেশ কয়েকটি কাপড়ের দোকান ও ফার্মেসি রয়েছে যাদের মূল ব্যবসাই হলো অবৈধ বৈদেশিক মুদ্রা বেচা-কেনা। এর মধ্যে একটি ফার্মেসি, দুটি শাড়ি বিতান ও একটি ফ্যাশন হাউজ রয়েছে।

সবকিছু জেনেও প্রশাসনের বিরুদ্ধে নীরব ভূমিকায় থাকার অভিযোগ রয়েছে। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর লাভবান হচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।

এসব দোকানিরা বিদেশ থেকে আসা যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ডলার, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতের দিনার, সৌদি আরবের রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রা কিনে সেগুলো সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে চড়া দামে বিক্রি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি আরব ফেরত এক যাত্রী জানান, বিদেশ থেকে আসার সময় কিছু রিয়াল সঙ্গে নিয়ে এসেছি। যেহেতু কাগজ ছাড়া ব্যাংকের মাধ্যমে রিয়াল বেচা-কেনা করা যায় না তাই সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছি। কিছু টাকা কম পেলেও কোনো ঝক্কি-ঝামেলা পোহাতে হয়নি।

নিয়ম অনুযায়ী যে কাউকেই কোনো ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বেচা-কেনা করতে হয়। কিন্তু বিদেশে থেকে অনেক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা এসব বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্টের উপযুক্ত কাগজপত্র না থাকায় সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে আর মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জাগো নিউজকে জানান, এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা অভিযোগের সত্যতা পেলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন