
নিউজ ডেস্ক: ভোলার বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মবিনুর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা 'পদক্ষেপ'-এর বোরহানউদ্দিন উপজেলা শাখার ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি বরিশালের চরমোনাই এলাকায়।
আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিলু মেম্বার বাড়িসংলগ্ন এলাকায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বাইপাস সড়কে নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের চালক মবিনুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
বোরহানউদ্দিন থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানটি আটক করেছে।