News71.com
 Bangladesh
 30 Jun 16, 03:26 PM
 426           
 0
 30 Jun 16, 03:26 PM

গাইবান্ধার সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু

গাইবান্ধার সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট একজনের মৃত্যু

নিউজ ডেস্ক:গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানাই চন্দ্র সরকার (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধাপেরহাট বাজারের ইক্ষু সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কানাই উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের মৃত ধিরেন চন্দ্র সরকারের ছেলে। ধাপেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে কানাই প্রিয়বালা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিপ্লব প্রামাণিকের বাসায় ইটের গাঁথুনির কাজ করছিলেন। এ সময় সেখানে বৈদ্যুতিক ছেঁড়া তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন