
নিউজ ডেস্ক:গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানাই চন্দ্র সরকার (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধাপেরহাট বাজারের ইক্ষু সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কানাই উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের মৃত ধিরেন চন্দ্র সরকারের ছেলে। ধাপেরহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে কানাই প্রিয়বালা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক বিপ্লব প্রামাণিকের বাসায় ইটের গাঁথুনির কাজ করছিলেন। এ সময় সেখানে বৈদ্যুতিক ছেঁড়া তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।