News71.com
 Bangladesh
 30 Jun 16, 03:25 PM
 578           
 0
 30 Jun 16, 03:25 PM

জামালপুরের নান্দিনা রেলস্টেশন এলাকায় রেলের তেল চুরির অভিযোগে দুজন গ্রেপ্তার

জামালপুরের নান্দিনা রেলস্টেশন এলাকায় রেলের তেল চুরির অভিযোগে দুজন গ্রেপ্তার

নিউজ ডেস্ক: জামালপুরের নান্দিনা রেলস্টেশন এলাকায় রেলের তেল (ডিজেল) চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতরাত ৯টার দিকে 'ধলেশ্বরী' ট্রেনটি থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরির সময় তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব সূত্র জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নান্দিনা বাজার এলাকার আহম্মেদের ছেলে আকরাম (৩৫) ও একই এলাকার আবুল খোরশেদের ছেলে অলি (২১)। র‍্যাব ১৪ জামালপুর সূত্র জানায়, জামালপুরের নান্দিনা রেলস্টেশন এলাকায় বিভিন্ন ট্রেন থামিয়ে স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে রেলের ইঞ্জিন থেকে তেল (ডিজেল) চুরি করে আসছিল।

এর ধারাবাহিকতায় চক্রটি গতকাল বুধবার রাত ৯টার দিকে ট্রেনের চালক মো. সুরুজ্জামান ও পরিচালক মাসুদ মিয়ার সহায়তায় নান্দিনা রেলস্টেশন এলাকায় জামালপুর থেকে ময়মনসিংহগামী ধলেশ্বরী ট্রেনটি থামিয়ে এর ইঞ্জিন থেকে তেল (ডিজেল) চুরি করছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে আকরাম ও অলিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি ট্যাংক ও একটি ড্রামে সাড়ে ৩০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী চক্র নান্দিনা রেলস্টেশন মাস্টারের সহায়তায় বিভিন্ন ট্রেনের চালক, পরিচালক এবং রেলওয়ে পুলিশের যোগসাজশে নান্দিনা রেলস্টেশন এলাকায় ট্রেন থামিয়ে এর ইঞ্জিন থেকে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৪০০ লিটার করে তেল (ডিজেল) চুরি করে আসছিল।

এ ব্যাপারে জামালপুর জংশন রেলস্টেশন মাস্টার মো. তারেক বলেন, "নান্দিনা এলাকায় মাঝে মধ্যে ট্রেন থামিয়ে ইঞ্জিন থেকে তেল চুরিসহ নানা কুকর্ম হয় বলে শুনেছি। তবে এসব ঘটনায় স্টেশন মাস্টারদের কোনো সংশ্লিষ্টতা নেই।"

র‍্যাব ১৪ জামালপুরের কম্পানি কমান্ডার সিপিসি ১ অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান জানান, নান্দিনা রেলস্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ওসি গৌড় চন্দ্র মণ্ডল জানান, র‍্যাবের অভিযোগের ভিত্তিতে ট্রেনের তেল চুরির ঘটনায় তিনজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন