
নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর একটি রেস্টুরেন্টে গত সোমবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে ইনসেফশন গ্রুপ বলে, আইটি সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যাবার প্রত্যয়ে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। গত কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি সফটওয়্যার, অনলাইন ট্যুরিজম, ই-কর্মাসসহ নানা ধরনের ব্যবসায় বেশ সুনাম কুড়িয়ে পরিচিতি লাভ করেছে।'
অনুষ্ঠিত ইফতার মহফিলে উপস্থিত ছিলেন বেসিস, ই-ক্যাব, টোয়াব, অ্যাটাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা। তাছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন তাদের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ক্রেতা, ব্লগার, ফেসবুকার, তারকা, লেখক, প্রকাশক, সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ভিজ্যুয়াল প্রেজেন্টেশন এবং অতিথিদের মোবাইলে প্রতিষ্ঠানটির অ্যাপ্লিকেশন ইন্সটল করে দেয়া হয়।
প্রতিষ্ঠানটি সিইও লায়ন মোহাম্মদ ইমরান বলেন, ইনসেফশন গ্রুপের ইসফট বিলিং, ট্যুর, শপ২৪, ইসিটিজেনসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান আছে। যারা অনলাইন বা ইন্টারনেট ব্যবহার করেন তাদের কাছে প্রতিষ্ঠানগুলো বেশ পরিচিত। আর এই পরিচিতি, এই সুনাম বা আমাদের কাজের কোয়ালিটি শুধু আমার কারণেই নয়, প্রতিষ্ঠানে সবার জন্য হয়েছে।'
তিনি আরো বলেন, আমাদের টিম ওয়ার্কের জন্যই এটি সম্ভব হয়েছে। যদি আজ অর্জনের কথা বলি তবে ইনসেফশন গ্রুপের যা অর্জন তার সব কিছুর জন্য প্রতিষ্ঠানটি সবাই দাবিদার।
লায়ন ইমরান আরও বলেন, আমি সব সময় চেয়েছি আইটি সেক্টর কেন্দ্রিক কাজ করতে। ব্যবসা করলেও এই সেক্টর কেন্দ্রিক। আর তাই আমার ব্যবসা আইটি সেক্টর এবং অনলাইন কেন্দ্রিক। সম্ভাবনাতো আছেই, পরিশ্রম ও মাথা খাটিয়ে, নিষ্ঠার সঙ্গে কাজ বা ব্যবসা করলে সাফল্য নিশ্চিত এটা আমি বলতে পারি। এই সেক্টরে কাজ এবং ব্যবসার বর্তমান সময়ে অফুরন্ত সুযোগ রয়েছে।
এক যুগের বেশি সময় ধরে কাজ করছে ইনসেফশন গ্রুপ। ইনসেফশনের অধীনে সফটওয়্যার কেন্দ্রিক প্রতিষ্ঠান ইসফট বিলিং, ট্যুরিজম কেন্দ্রিক প্রতিষ্ঠান ট্যুর ডটকমডটবিডি, ই-কর্মাস কেন্দ্রিক প্রতিষ্ঠান শপ২৪ডটকমডটবিডি, আইটি নিউজ পোর্টাল ই-সিটিজেনসহ তারা কিছু অনলাইন কেন্দ্রিক ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুলেছে।