
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, 'মাদক ব্যবসায়ীরা বিশ্বের সর্বত্রই প্রভাবশালী। এরা বিপুল অর্থ-বিত্তের মালিক হয়ে থাকে। তারা অবৈধ অস্ত্রধারী বা অবৈধ অস্ত্রধারীদের পৃষ্ঠপোষক এবং আন্ডার ওয়াল্ডের নিয়ন্ত্রক হয়ে থাকে।'
আজ(৩০জুন) বৃহ্স্পতিবার জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটা সত্য যে, ইয়াবা পাচারকারীসহ অন্যান্য মাদক অপরাধীরা গ্রেফতার এড়ানোর জন্য প্রতিনিয়ত কৌশল পরিবর্তন করছে। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এসব কৌশল ধরা পড়লে তারা নতুন কৌশল ব্যবহার করছে এবং মাদক চোরাচালানে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি কাজ করছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইতোমধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিস স্থাপন করা হয়েছে। এর সাংগঠনিক কাঠামো সংশোধন করে জনবল বৃদ্ধি করা হয়েছে এবং নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিধির কাজ চলছে।
মাদক ব্যবসায়ীদের মোকাবিলা করতে হলে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে আধুনিক প্রযুক্তিতে আপডেট রাখার কোনো বিকল্প নেই। আর সেই জন্যই প্রয়োজন নিয়মিত বিশেষ প্রশিক্ষণ। তাই ২০১৫-২০১৬ অর্থবছরে দেশে-বিদেশে ৬২৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নোডাল এজেন্সি হিসেবে বিশ্বের অন্যান্য দেশের অনুরুপ নোডাল এজেন্সিসমূহ এবং দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার সমন্বয় সাধন করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে কাজ করতে হচ্ছে। এ কারণেই বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জ্যতা বজায় রেখে সক্ষমতা বৃদ্ধির জন্য অধিদফতরকে উন্নয়নে বর্তমান সরকারের আরো অনেক পরিকল্পনা রয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।