
নিউজ ডেস্ক:মেহেরপুরে একটি অস্ত্র মামলায় শাহ জামাল (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক মো. রবিউল হাসান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহ জামাল জেলার মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের শেখ হাশেম আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৩ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার এসআই টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার বারাদি বাজারে একটি লোকাল বাসে অভিযান চালিয়ে শাহ জামালকে আটক করে।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পরদিন শাহ জামালের গোপালপুরের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি এলজি শাটার গান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওইদিনই এসআই টিপু সুলতান বাদী হয়ে মুজিবনগর থানায় শাহ জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
আদালতে ৯ জন সাক্ষী তাঁদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় সরকার পক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে কামরুল ইসলাম কৌঁসুলির দায়িত্ব পালন করেন।