
নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের মারপিটে রুমা রাণী (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুমা যশোরের চৌগাছা উপজেলার ওই গ্রামের সুভাষের স্ত্রী।
তার লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক নাহিয়ান জানান, সকালে ওই গ্রামের রুমা নামে এক গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তার।
এরপর রুমার লাশ রেখে স্বজনরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। চৌগাছা থানার ডিউটি অফিসার এসআই আহসান জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, পাতিবিলা গ্রামের সুভাষ মানসিকভাবে অসুস্থ হওয়ায় কয়েকদিন আগে তাকে যশোর সদরের কোনো এক আত্মীয়ের বাড়িতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সেখানে গোলযোগের সূত্র ধরে আজ রুমাকে কোদাল দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।