News71.com
 Bangladesh
 30 Jun 16, 12:39 AM
 445           
 0
 30 Jun 16, 12:39 AM

ময়মনসিংহ উপ নির্বাচন : ভোটে ফিরলেন সেলিমা খাতুন , আপিল খারিজ হলো জাপার সোহরাবের

ময়মনসিংহ উপ নির্বাচন : ভোটে ফিরলেন সেলিমা খাতুন , আপিল খারিজ হলো জাপার সোহরাবের

নিউজ ডেস্ক: ময়মনসিংহ-১ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন প্রার্থিতা ফিরে পেলেও জাতীয় পার্টির (জাপা) মো. সোহরাব উদ্দিন খানের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দুই প্রার্থীর আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন।


এ ব্যাপারে জানতে চাইলে ইসির আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব আন্তরা ঘোষ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুনের আপিল আবেদন গ্রহণ করেছে কমিশন, তবে জাতীয় পার্টির প্রার্থী সোহরাবের আপিল আবেদন খারিজ করা হয়েছে।'

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ-১ আসনের উপনির্বাচনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে স্বতন্ত্র প্রার্থী সেলিমা ও জাপা প্রার্থী সোহরাব প্রার্থিতা ফিরে পেতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করে।

গতকাল মঙ্গলবার এ আপিলের প্রেক্ষিতে আজ বুধবার শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন। প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনে আওয়ামী লীগ প্রার্থী জুয়েল আরংয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটে লড়বেন স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন। উল্লেখ্য, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও প্রমোদ মানকিনের মৃত্যুতে শূন্য হওয়া গত ৯ জুন ময়মনসিংহ-১ ও ৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন।

সির ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ছিল। আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুন) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়া হবে এবং ভোটগ্রহণ হবে আগামী ১৮ জুলাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন