News71.com
 Bangladesh
 30 Jun 16, 12:03 AM
 481           
 0
 30 Jun 16, 12:03 AM

চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় কর্মীদের হাতে ছাত্রলীগের এক নেতা খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় কর্মীদের হাতে ছাত্রলীগের এক নেতা খুন

নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে দলীয় কর্মীদের হাতে নাঈমুল ইসলাম (২২) নামের ছাত্রলীগের এক নেতা খুন হয়েছেন। বুধবার বেলা ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


নিহত নাঈমুল ইসলাম সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী গ্রামের আবদুল মজিদ চৌধুরী বাড়ির মফিজুর রহমানের ছেলে এবং নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য।


নাঈমুলের বড় ভাই মোহাম্মদ শরিফ জানান, সোমবার রাত ১০টায় স্থানীয় ছাত্রলীগ কর্মী সাদ্দাম ইরফান, মনিরুল ইসলামসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তাদের ঘরে আক্রমণ করে। এসময় ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে তাকে ও তার ছোটভাই নাঈমুলকে টেনে সাহেরখালী বেরিবাঁধ এলাকায় নিয়ে যায়।


শরিফ আরও জানান, তিনি কোনওমতে তাদের কাছ থেকে ছুটে আসলেও তার ভাইকে তারা উপর্যপুরি কুপিয়ে সাহেরখালী বোর্ড অফিসের সামনে ফেলে যায়।


এরপর স্থানীয় চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী তার বাবাকে ফোন করলে নাঈমুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


হাসপাতালে দু’দিন চিকিৎসার্ধীন থাকা অবস্থায় বুধবার বেলা ১১টায় সে মারা যায়। উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মাঈনুর ইসলাম রানার সাথে এ ব্যাপারে কথা বলতে চাইলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া জানান, তিনি ছাত্রলীগ নেতা নাইমুল চৌধুরীর মৃত্যুর বিষয়ে কিছু জানেন না।


খোঁজখবর নিয়ে দেখবেন। মিরসরাই থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া জানান, সাহেরখালীতে হামলা ও পরে আহত নাইমুল মারা যাওয়ার বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে পুলিশ খোঁজখবর নিয়ে দেখছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন